Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
৩নং গলিয়ারা ইউনিয়ন পরিষদ - জন্মে ও মৃত্যু নিবন্ধন ফিস প্রসঙ্গে।
Details

এতদ্বারা সর্ব সাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণায় কর্তৃক ৩০-০৭-২০১৩ ইং তারিখে এক সাকুলারের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধ ফিস আদায়ের জন্য বলা হয় । তাতে উল্লেখ্য করা হয় যে-

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফিস-এর হার (১-৭-২০১৩ হতে কার্যকর)।

বিষয়

ফিসের হার

ইউনিয়ন পরিষদ ও পৌরসভা এলাকায়সিটি কর্পোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায়
জন্ম বা মৃত্যুর তারিখ হতে দুই বৎসরের মধ্যে কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে

শূন্য

শূন্য

জন্ম বা মৃত্যুর তারিখ হতে দুই বৎসর পর জন্ম বা মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে প্রতি বৎসরের জন্য

৫.০০ টাকা হারে

১০.০০ টাকা হার

জন্ম বা মৃত্যু সনদের মূল বাংলা বা ইংরেজী কপি সরবরাহ

শূন্য

শূন্য

জন্ম বা মৃত্যু সনদের বাংলা বা ইংরেজী দ্বি-নকল কপি সরবরাহ

২৫.০০ টাকা

২৫.০০ টাকা

সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে প্রদত্ত নিবন্ধন সনদে কোন ভুল বা গরমিল পরিলক্ষিত হলে নিবন্ধন সনদ এবং ক্ষেত্রমত,নিবন্ধনবহি সংশোধন

১০.০০ টাকা

১০.০০ টাকা

*দূতাবাসসমূহে জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে ৫.০০ মার্কিন ডলার, তথ্য সংশোধনের জন্য ২০.০০ মার্কিন ডলার ও জন্ম বা মৃত্যু সনদের দ্বি-নকল কপির জন্য ১০.০০ মার্কিন ডলার ফিস আদায়ের বিধান আছে।


*রসিদ ছাড়া নির্ধারিত কোন ফিস আদায় করা যাবে না।

সূত্র: ইউনিয়ন পরিষদের জন্য- জন্ম ও মৃত্যু নিবন্ধন (ইউনিয়ন পরিষদ) বিধিমালা, ২০০৬ এর সংশোধিত এস,আর,ও নং ৬১-আইন/২০০৯ তারিখ: এপ্রিল ১৯, ২০০৯।

      পৌরসভার জন্য- জন্ম ও মৃত্যু নিবন্ধন (পৌরসভা) বিধিমালা, ২০০৬ এর সংশোধিত এস,আর,ও নং ৬২-আইন/২০০৯ তারিখ: এপ্রিল ১৯, ২০০৯।

     সিটি কর্পোরেশনের জন্য- জন্ম ও মৃত্যু নিবন্ধন (সিটি কর্পোরেশন) বিধিমালা, ২০০৬ এর সংশোধিত এস,আর,ও নং ৬৩-আইন/২০০৯ তারিখ: এপ্রিল ১৯, ২০০৯।

     ক্যান্টনমেন্ট বোর্ডের জন্য- জন্ম ও মৃত্যু নিবন্ধন (ক্যান্টনমেন্ট বোর্ড) বিধিমালা, ২০০৬ এর সংশোধিত এস,আর,ও নং ৬৪-আইন/২০০৯ তারিখ: এপ্রিল ১৯, ২০০৯

     দূতাবাসের জন্য- জন্ম ও মৃত্যু নিবন্ধন (দূতাবাস) বিধিমালা, ২০০৬

Attachments
Publish Date
21/08/2013