এতদ্বারা সর্ব সাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণায় কর্তৃক ৩০-০৭-২০১৩ ইং তারিখে এক সাকুলারের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধ ফিস আদায়ের জন্য বলা হয় । তাতে উল্লেখ্য করা হয় যে-
বিষয় | ফিসের হার | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
ইউনিয়ন পরিষদ ও পৌরসভা এলাকায় | সিটি কর্পোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় | ||||||||
জন্ম বা মৃত্যুর তারিখ হতে দুই বৎসরের মধ্যে কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে | শূন্য | শূন্য | |||||||
জন্ম বা মৃত্যুর তারিখ হতে দুই বৎসর পর জন্ম বা মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে প্রতি বৎসরের জন্য | ৫.০০ টাকা হারে | ১০.০০ টাকা হার | |||||||
জন্ম বা মৃত্যু সনদের মূল বাংলা বা ইংরেজী কপি সরবরাহ | শূন্য | শূন্য | |||||||
জন্ম বা মৃত্যু সনদের বাংলা বা ইংরেজী দ্বি-নকল কপি সরবরাহ | ২৫.০০ টাকা | ২৫.০০ টাকা | |||||||
সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে প্রদত্ত নিবন্ধন সনদে কোন ভুল বা গরমিল পরিলক্ষিত হলে নিবন্ধন সনদ এবং ক্ষেত্রমত,নিবন্ধনবহি সংশোধন | ১০.০০ টাকা | ১০.০০ টাকা |
সূত্র: ইউনিয়ন পরিষদের জন্য- জন্ম ও মৃত্যু নিবন্ধন (ইউনিয়ন পরিষদ) বিধিমালা, ২০০৬ এর সংশোধিত এস,আর,ও নং ৬১-আইন/২০০৯ তারিখ: এপ্রিল ১৯, ২০০৯।
পৌরসভার জন্য- জন্ম ও মৃত্যু নিবন্ধন (পৌরসভা) বিধিমালা, ২০০৬ এর সংশোধিত এস,আর,ও নং ৬২-আইন/২০০৯ তারিখ: এপ্রিল ১৯, ২০০৯।
সিটি কর্পোরেশনের জন্য- জন্ম ও মৃত্যু নিবন্ধন (সিটি কর্পোরেশন) বিধিমালা, ২০০৬ এর সংশোধিত এস,আর,ও নং ৬৩-আইন/২০০৯ তারিখ: এপ্রিল ১৯, ২০০৯।
ক্যান্টনমেন্ট বোর্ডের জন্য- জন্ম ও মৃত্যু নিবন্ধন (ক্যান্টনমেন্ট বোর্ড) বিধিমালা, ২০০৬ এর সংশোধিত এস,আর,ও নং ৬৪-আইন/২০০৯ তারিখ: এপ্রিল ১৯, ২০০৯।
দূতাবাসের জন্য- জন্ম ও মৃত্যু নিবন্ধন (দূতাবাস) বিধিমালা, ২০০৬
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS