Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
আগামি কাল মহান বিজয় দিবস ২০১৬খ্রি:‌
Details

আগামি ১৬-১২-২০১৬ইং রোজ শোক্রবার মহান বিজয় দবিস, আমাদের মহান বিজয় দিবস। বিজয়ের ৪৫ বছর পূর্ণ হলো। বাঙালির সবচেয়ে আনন্দের দিন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির দিন। এদিন বিশ্বের মানচিত্রে সৃষ্টি হয় নতুন একটি সার্বভৌম দেশ, বাংলাদেশ। যা বাঙালি জাতিকে এনে দেয় আত্মপরিচয়ের ঠিকানা। যারা বুকের তাজা রক্ত দিয়ে এ বিজয় ছিনিয়ে এনেছেন আজ সেসব শহীদকে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করবে দেশের সর্বস্তরের মানুষ। বাংলার দামাল মুক্তিযোদ্ধা আর মুক্তিপাগল মানুষের প্রবল প্রতিরোধ আর লড়াইয়ের মুখোমুখি হয়ে বাংলাদেশ থেকে পরাজিত হয়ে এ দিনে আত্মসমর্পণ করেছিলো পাকিস্তানি হানাদার বাহিনী। সেদিনের সেই সূর্যের আলোয় ছিলো নতুন দিনের স্বপ্ন। আর এ স্বপ্নের জন্য অকাতরে প্রাণ দিয়েছিলেন ৩০ লাখ মানুষ। তাদের প্রাণের বিনিময়ে আমাদের এ বিজয়, এ স্বাধীনতা। বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবে- এমন আশা নিয়েই আজ বিজয় দিবস পালন করতে যাচ্ছে গোটা জাতি। সালাম মুক্তিযোদ্ধে শহিদ বাইদের কে, বিজয় দিবসের এই দিনে আমরা তাদেরকে শরণ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

Images
Attachments